• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

পণ্যবাজার

ফের বাড়ল স্বর্ণের দাম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ অক্টোবর ২০২০

দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হলো ২ হাজার ৩৩২ টাকা। নতুন দাম আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে বাজারে কার্যকর হবে। গতকাল বুধবার (১৪ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন মূল্য তালিকা অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ৭৬ হাজার ৩৪১ টাকা, ২১ ক্যারেটের দাম ৭৩ হাজার ১৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৪ হাজাট ৪৪৪ টাকা ও সনাতন এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ১২০ টাকা। এর আগে গত ২৪ সেপ্টেম্বর স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। ওই সময় প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছিল ২ হাজার ৪৪৯ টাকা।

তবে সব ধরনের রূপার দাম অপরিবর্তিত থাকবে। ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম পড়বে এক হাজার ৫১৬ টাকা। ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার কিনতে লাগবে যথাক্রমে এক হাজার ৪৩৪ ও এক হাজার ২২৪ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার অলংকার আগের মতোই ৯৩৩ টাকা ভরি।

বুধবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাংলাদেশ সময় রাত ১০টায় আগের দিনের চেয়ে ১২ ডলার বৃদ্ধি পেয়ে এক হাজার ৯০০ মার্কিন ডলারে গিয়ে দাঁড়ায়। আর রুপার দর আগের দিনের চেয়ে এক ডলার বৃদ্ধি পেয়ে দাঁড়ায় সাড়ে ২৪ ডলারে।

গত কয়েক মাস ধরে স্বর্ণের বাজার অস্থির। গত ৫ আগস্ট বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ডলার ছুঁয়ে যায়। তখনই জুয়েলার্স সমিতি দেশের বাজারে ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বৃদ্ধির ঘোষণা দেয়। তাতে প্রতি ভরি স্বর্ণের দাম ৭৭ হাজার ২১৬ টাকায় দাঁড়ায়। এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads