• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

দিনাজপুরের পার্বতীপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রকৌশলী দিবস বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

পার্বতীপুরে প্রকৌশলী দিবস পালিত

  • সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ মে ২০১৮

দিনাজপুরের পার্বতীপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রকৌশলী দিবস বিভিন্ন  কর্মসুচির মধ্য দিয়ে  সোমবার পালিত হয়েছে।  

ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউশন, বাংলাদেশ, পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ উপ-কেন্দ্র শাখা, বড়পুকুরিয়া কয়লা খনি শাখা ও মধ্যপাড়া কঠিন শিলা খনির শাখা যৌথভাবে এ দিবসটি পালন করে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রশাসনিক ভবনের সামনে থেকে সংগঠনের শাখা তিনটি সোমবার দুপুরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পার্বতীপুর-ফুলবাড়ী মহা-সড়ক প্রদক্ষিণ করে বড়পুকুরিয়া কয়লা খনির প্রধান গেটে গিয়ে শেষ হয়। এ সময় র‌্যালিতে অংশ নেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ উপ-কেন্দ্রের সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, বড়পুকুরিয়া কয়লা খনির ডেপুটি জেনারেল ম্যানেজার ও প্রকৌশলী আনিসুজ্জামান, মধ্যপাড়া কঠিন শিলা খনির ডেপুটি জেনারেল ম্যানেজার ও প্রকৌশলী মো. ওবায়দুল প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads