• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
বিরিয়ানি  খেয়ে এবার কোটচাঁদপুরে অসুস্থ ৫০০

বিরিয়ানি খেয়ে এবার অসুস্থ ৫০০ জন

সংগৃহীত ছবি

সারা দেশ

তদন্ত কমিটি গঠন

বিরিয়ানি খেয়ে এবার কোটচাঁদপুরে অসুস্থ ৫০০

  • ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ মে ২০১৮

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী পারভীন তালুকদার মায়ার সমাবেশের বিরিয়ানি খেয়ে এবার পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। গত বুধবার অনুষ্ঠিত কোটচাঁদপুরের ওই সমাবেশ-ফেরত প্রায় ২৫০ জন কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যরা স্থানীয় কয়েকটি ক্লিনিক ও নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাসের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির সদস্যরা গতকাল বৃহস্পতিবার বিকালে হাসপাতাল পরিদর্শন করেছেন। এর আগে গত মঙ্গলবার মহেশপুরে এই আওয়ামী লীগ নেতার অন্য এক জনসভায় বিলি করা বিরিয়ানি খেয়ে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন।

এদিকে একসঙ্গে ২৫০ রোগী ভর্তি হওয়ায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা হিমশিম খাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাহাব উদ্দিন জানান, ফুড পয়জনিংয়ে আক্রান্ত ২৫০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া কোটচাঁদপুরের বিভিন্ন ক্লিনিক ও নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন আরো ২৫০ থেকে ৩০০ রোগী।

জানা যায়, কোটচাঁদপুর-মহেশপুর আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী পারভীন তালুকদার মায়া বুধবার কোটচাঁদপুরে মেইন বাসস্ট্যান্ডে জনসভা শেষে আগতদের মধ্যে খাবার হিসেবে বিরিয়ানির প্যাকেট বিতরণ করেন। উপস্থিত অনেকেই ৩-৪ প্যাকেট বিরিয়ানি সংগ্রহ করে পরিবার-পরিজনের জন্য বাড়িতে নিয়ে যান। ওই খাবার খেয়ে বুধবার রাত ৮টা থেকে অধিকাংশের বমি, পাতলা পায়খানা ও পেটে যন্ত্রণা শুরু হয়।

এ ব্যাপারে পারভীন তালুকদার মায়া বলেন, তিনি নিজে এবং তার স্বামী ফারুক তালুকদারও একই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হেয় প্রতিপন্ন এবং প্রতিহত করতে কাউকে দিয়ে কৌশলে খাবারের মধ্যে বিষজাতীয় কিছু মিশিয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

অপরদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে কালো পতাকা হাতে গতকাল দুপুর ১২টার দিকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওই এলাকার বর্তমান সংসদ সদস্য নবী নেওয়াজের সমর্থক ও দলীয় নেতাকর্মীরা মানববন্ধন করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads