• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
না.গঞ্জে বিক্ষোভ সড়ক অবরোধ

না.গঞ্জে বিক্ষোভ সড়ক অবরোধ

প্রতীকী ছবি

সারা দেশ

ড্রেন বন্ধে জলাবদ্ধতা

না.গঞ্জে বিক্ষোভ সড়ক অবরোধ

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২২ মে ২০১৮

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বিসিক শিল্পনগরী এলাকায় ড্রেন বন্ধে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এলাকাবাসী বিক্ষোভ করেছে। গতকাল সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত কয়েক দফা বিক্ষোভের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ থাকে।

এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার হোসেন এ ব্যাপারে জানান, শিল্পনগরীর কয়েকজন গার্মেন্ট ব্যবসায়ী এলাকার বসবাসকারীদের ড্রেনের পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে বালু দিয়ে জমি ভরাট করে ফেলেছে। এতে একটু বৃষ্টি হলেই আশপাশে জলাবদ্ধতা হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল এ বিষয়ে বলেন, বিসিকের আশপাশের মহল্লায় অনেকের বাড়িঘরে কোমরপানি জমে যাওয়ায় মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এতে বাধ্য হয়ে নারী, পুরুষ ও শিশুরা রাস্তায় নেমে আসে। একপর্যায়ে লোকজন সড়ক অবরোধ করে রাখে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম বিনা জানান, ওই এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য ফান্ড প্রয়োজন। কারণ ভেকু সব এলাকায় যেতে পারে না। এ জন্য অর্থের প্রয়োজন। এ সমস্যা নিরসনে জেলা প্রশাসক একটি প্রকল্প নিতে যাচ্ছে। এটি অনুমোদন হলে জলাবদ্ধতার দুর্ভোগ লাঘব হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads