• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
না.গঞ্জে পানি পানে অসুস্থ ২৫ পোশাকশ্রমিক

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় পানি পান করে অন্তত ২৫ জন শ্রমিক অসুস্থ হয়েছেন

প্রতীকী ছবি

সারা দেশ

না.গঞ্জে পানি পানে অসুস্থ ২৫ পোশাকশ্রমিক

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জুলাই ২০১৮

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে অন্তত ২৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার দুপুরে ফতুল্লার কাঠেরপুল এলাকার পলমল গার্মেন্টসে এ ঘটনা ঘটে। অসুস্থদের ১০ জনকে শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শ্রমিক রাবেয়া আক্তার জানান, গত কয়েক দিন ধরে কারখানার পানিতে দুর্গন্ধ থাকায় মালিকপক্ষ পাশের একটি কারখানা থেকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে। গতকাল বেলা ১১টায় কয়েকজন শ্রমিক সেই পানি পান করেন। এর কিছুক্ষণের মধ্যে তাদের বমি শুরু হয়। অনেকে মাথা ঘুরে পড়ে যান। একপর্যায়ে বমি ও মাথাঘোরা শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে। একে একে ২৫ জন শ্রমিক অজ্ঞান হয়ে যান। দুপুর দেড়টায় সহকর্মীরা অসুস্থ শ্রমিক রাবেয়া আক্তার, হনুফা বেগম, নাজমা আক্তার, রিমা, রিনা বেগম, সামসুন নাহার, সাজেদা বেগম, মরিয়ম আক্তার, রাশিদা, আফরোজাকে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে।

পলমল গার্মেন্টেসের সুইংয়ের সুপারভাইজার মো. সাইফুল ইসলাম জানান, তৃষ্ণার্ত শ্রমিকরা পানি পান করার পর ২০ থেকে ২৫ জন শ্রমিক বমি করে অচেতন হয়ে পড়েন। তাদের ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হলেও বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে কারখানার অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

তবে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাহমিনা নাজনিন জানান, ভর্তি হওয়া পোশাকশ্রমিকরা ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে থাকতে পারেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবেন তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads