• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

বুধবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেম্বার কার্যালয়ে থাইল্যান্ডের রাষ্ট্রদূত প্যানপিমন সুয়ান্নাপঞ্জ সিইসিসিআইয়ের সভাপতির সঙ্গে মতবিনিময় করেন

ছবি বাংলাদেশের খবর

সারা দেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ০৪ জুলাই ২০১৮

চট্টগ্রামের মিরসরাই ও আনোয়ারার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাইল্যান্ডকে বিনিয়োগের আহবান জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর (সিইসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।  

আজ বুধবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেম্বার কার্যালয়ে থাইল্যান্ডের রাষ্ট্রদূত প্যানপিমন সুয়ান্নাপঞ্জ সিইসিসিআইয়ের সভাপতির সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

এ সময় চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর ক্রাইছোক অরুনপাইরজকুল, সেকেন্ড সেক্রেটারী পাওর্নওয়াট সিমাসকুল এবং চেম্বারের সাবেক পরিচালক মোহাম্মদ মহসিন উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে গভীর সম্পর্কের কথা উল্লেখ করে আগামী দিনগুলোতে উভয় দেশের মধ্যে অধিকতর বাণিজ্য সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রামের মিরসরাই ও আনোয়ারার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সম্ভাবনাময় খাতে থাই বিনিয়োগ প্রত্যাশার পাশাপাশি থাই বিনিয়োগকারীদের জন্যে পৃথকভাবে মিরসরাই জোনে শিল্পাঞ্চল গড়ে তোলার পরামর্শ দেন।

থাই রাষ্ট্রদূত প্যানপিমন সুয়ান্নাপঞ্জ বলেন, চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিন্ড। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক পরিপূরকতা এবং ভারী শিল্প প্রতিষ্ঠান অবস্থানের কারণে চট্টগ্রাম হচ্ছে থাই উদ্যোক্তাদের ব্যবসা ও বিনিয়োগের আকর্ষণীয় স্থান।

আগামী সেপ্টেম্বরে থাই পণ্য প্রমোশনের জন্যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩ দিনের অটোমোবাইলস্, মেডিকেল ও ভারী শিল্প সামগ্রী প্রদর্শন করার কথা তিনি জানান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads