• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
চাঁদপুরে সরকারি সহায়তা পেল আগুনে ক্ষতিগ্রস্থরা

বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি চাঁদপুর শহরের পাল বাজার আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দিচ্ছেন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

চাঁদপুরে সরকারি সহায়তা পেল আগুনে ক্ষতিগ্রস্থরাq

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জুলাই ২০১৮

চাঁদপুর শহরের পাল বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ এর সংসদ সদস্য ডাঃ দীপু মনি ব্যবসায়ীদের হাতে এসব অনুদান তুলে দেন।

এসময় ব্যাবসায়ীদের উদ্দেশ্যে দীপু মনি বলেন, দূর্যোগ কিংবা যে কোন দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় পাশে আছেন এবং আগামীতেও থাকবেন। কারণ এ দেশের জনগণই তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন। তারর নেতৃত্বেই আজ দেশ এগিয়ে যাচ্ছে।

এসময় দীপু মনি নিজ হাতে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ে থেকে প্রাপ্ত অনুদান ২৯জন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর মধ্যে বিতরণ করেন। তাদের মধ্যে ২৭জনকে ২ বান্ডেল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা এবং বাকী দুইজনকে ১ বান্ডেল ঢেউটিন ও নগদ ৩হাজার টাকা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন পাল বাজারের ব্যবসায়ী নেতা শামছুল হক পাটওয়ারী, মধু পোদ্দার, সঞ্জিত পোদ্দার, মিজান গাজী ও শওকত আলীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads