• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে

ছবি সংগৃহীত

সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাজেট ঘোষণা

  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ জুলাই ২০১৮

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩২ কেটি ৫৮ লাখ ৭৮ হাজার টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ৯ লাখ টাকা। বাজেটে সমাপনী স্থিতি ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা।

আজ শনিবার সকালে স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নায়ার কবীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ. এস. এম. শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল কবীর প্রমুখ। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও দুপুরে পৌরসভার মাহুবুবুল হুদা বাজেট এর উপর এক সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাজেটের সার্বিক দিক নিয়ে আলোচনা করেন পৌরসভার মেয়র নায়ার কবীর।

সাংবাদ সম্মেলনে পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম. রশিদুল ইসলাম, পৌরসভার সচিব আবুজর গিফরীসহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads