• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
চাঁদপুরে ৫৮ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন

ডিস লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে নিহত সালাহউদ্দিন ছবি : বাংলাদেশের খবর

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

চাঁদপুরে ৫৮ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জুলাই ২০১৮

চাঁদপুরের মতলব উত্তরে ডিশ লাইনের বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়ার ৫৮ দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত মো. সালাউদ্দিন উপজেলা ফরাজিকান্দি ইউনিয়নের নয়াকান্দি গ্রামের গোলাপ শাহ মোল্লার ছেলে।

গত ১১ মে রাত ১০টার দিকে নিজ বসতঘরে টেলিভিশনে ডিশ লাইন সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। ২০ মে সালাউদ্দিনের মা শাহানাজ বেগম বাদী হয়ে ডিশ মালিক শাহ এমরানকে বিবাদী করে হত্যা মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads