• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

বন্য হাতি

সংগৃহীত ছবি

সারা দেশ

বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৮

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আব্দুর রহমান নামে এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার ভোরে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (৭০) মোহাম্মদপুর গ্রামের মৃত আলতাফ আলীর ছেলে।

বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শুক্রবার ভোরে বাড়ি থেকে বের হওয়ার পথেই আব্দুর রহমান বন্য হাতির পালের সামনে পড়ে যান। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক এ সময় তাকে মৃত ঘোষণা করে।

বৈরাগ ইউনিয়ন পরিষদের সদস্য সাদ্দাম বৈরাগ বলেন, প্রতিদিন সন্ধ্যার পর বাঁশখালীর পাহাড় থেকে আনোয়ারার দেয়াং পাহাড়ে চলে আসে বেশ কিছু হাতি। হাতিগুলো বৈরাগ, বটতলী ও বারশতসহ বিভিন্ন গ্রামে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। এ সময় তারা ফসলের ক্ষেতসহ নানা স্থাপনা নষ্ট করছে। কিছুদিন আগেও এক নারী হাতির হামলায় গুরুতর আহত হন।

বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘বন বিভাগের কর্মীরা হাতিহগুলো নিয়ন্ত্রণে আনতে আনোয়ারায় নিয়মিত অবস্থান নিচ্ছে। হাতিগুলোকে অন্যত্র সরিয়ে নিতে কিছু সময় লাগবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads