• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই : খুবি উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান

সংরক্ষিত ছবি

সারা দেশ

দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই : খুবি উপাচার্য

  • খুলনা ব্যুরো
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৮

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উদ্যোগে প্রশাসনিক কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কর্মচারীদের কম্পিউটার ব্যবহারে দক্ষতা বৃদ্ধি নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুক্রবার শুরু হয়েছে।

ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল ডিসিপ্লিনের ল্যাবে শুরু হওয়া কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন, দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। খুলনা বিশ্ববিদ্যালয়কে (খুবি) কোয়ালিটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেখানে সকল স্তরে দক্ষতা বৃদ্ধি করতে হবে।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. সমীর কুমার সাধুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। বক্তব্য দেন ড. কামরুল হাসান তালুকদার, ড. কাজী মাসুদুল আলম, মোস্তফা আল মামুন প্রবাল প্রমুখ। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৬২ জন কর্মচারী অংশ নিচ্ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads