• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
চাঁদপুরে ৮৩ হাজার গাছের চারা রোপন

হাজীগঞ্জে স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন করছে শিক্ষক-শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

সারা দেশ

চাঁদপুরে ৮৩ হাজার গাছের চারা রোপন

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুলাই ২০১৮

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ গাছের চারা রোপনের অংশ হিসেবে সারা দেশের মতো চাঁদপুরে ৮৩ হাজার ৬৭১টি চারা রোপন করা হয়েছে। বুধবার জেলা এবং উপজেলার কলেজ, বিদ্যালয় এবং মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে চারা গাছ রোপন করা হয়।

চারা রোপনের সময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সকল উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সকল উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তাগন বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উৎসাহ দেন এবং গাছের উপকারিতা তুলে ধরেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চারা গাছ রোপন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads