• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

নারায়নগঞ্জ সিটি করপোরেশনের লোগো

ছবি: সংগৃহীত

সারা দেশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জুলাই ২০১৮

নতুন কর আরোপ ছাড়াই ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৭১৫ কোটি ৫১ লাখ ২১ হাজার ৩৭৭ টাকা বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

গতকাল বুধবার সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে ওই বাজেট ঘোষণা করা হয়। এবারের বাজেটে দারিদ্র্যবিমোচন, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়ন যথা রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও পুনর্নির্মাণ, শীতলক্ষ্যা নদীর ওপর কদমরসুল সেতু নির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণ, খাল উদ্ধার, জলাশয় সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনার সংস্কার, খেলাধুলার মানোন্নয়ন ও রাস্তার বাতি স্থাপনে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। বাজেট বক্তব্যে ৫, ১০ ও ২০ বছর মেয়াদি বিভিন্ন প্রকল্পের বিষয় তুলে ধরা হয়।

বাজেট অনুষ্ঠানে বকেয়া কর দেওয়ার জন্য নগরবাসীর কাছে অনুরোধ করেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এহতেশামুল হক, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা। এ ছাড়া অনুষ্ঠানে সিটি করপোরেশনের কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট ছিল ৬৬৩ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৬২৫ টাকা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভী বলেন, শহরের বাবুরাইল খালের সৌন্দর্য বৃদ্ধির কাজ আগামী কিছু দিনেই শুরু হবে। শহরের খালগুলো উদ্ধার করা হবে। ডিসি বাংলো হতে চাষাঢ়া ও কালীরবাজার পর্যন্ত সড়কের কাজ বৃষ্টির জন্য এখন বন্ধ করা হয়েছে। ঈদের পর সেটা করা হবে। ওয়াসার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী এক বছরের মধ্যে ওয়াসা সিটি করপোরেশনের আওতায় চলে আসবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads