• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
পার্বতীপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা হারালেন কলেজ ছাত্র

ট্রেনে পা কাটা পড়ার পর চয়নকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

পার্বতীপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা হারালেন কলেজ ছাত্র

  • সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুলাই ২০১৮

দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে চলন্ত আন্তনগর নীলসাগর ট্রেনে উঠতে গিয়ে আরিফুল ইসলাম চয়ন (২১) নামের এক কলেজ ছাত্রের দু’টি পা কাটা পড়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর চয়নকে উদ্ধার করে রেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চয়ন মুন্সীগঞ্জ সরকারি পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ পড়েন। তিনি পার্বতীপুর উপজেলা রামপুর ইউনিয়নের বাসুপাড়া গ্রামের হারুনর রশিদের ছেলে।  

চাচা শহিদুল ইসলাম জানান, চয়ন ছোটবেলা থেকে তার নানার বাড়ি ডোমারে থাকেন। তার মাও সেখানে থাকেন। বাবা চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আন্তঃনগর নীলসাগর ট্রেনটি ঢাকা থেকে এসে পার্বতীপুর হয়ে চিলাহাটি যাওয়ার পথে পার্বতীপুর স্টেশনে এ দূর্ঘটনা ঘটে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার পা দুটি কেটে ফেলতে হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। 

শেষ খবর পাওয়া পর্যন্ত চয়নের চিকিৎসা চলছিল। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads