• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বড়পুকুরিয়ায় পেট্রোবাংলা চেয়ারম্যানের ঝটিকা সফর

বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ঝটিকা সফর করেছেন পেট্রোবাংলা চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজ উল্লাহ

ছবি: সংগৃহীত

সারা দেশ

বড়পুকুরিয়ায় পেট্রোবাংলা চেয়ারম্যানের ঝটিকা সফর

  • সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জুলাই ২০১৮

বড়পুকুরিয়া খনিতে কয়লা গরমিলের ঘটনায় পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজ উল্লাহসহ বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড বোর্ডের ৬ সদস্য দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনিতে ঝটিকা সফর করেছেন।

গতকাল বুধবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা খনিতে অবস্থান করেপরে ঢাকা ফিরে যান।

বিসিএমসিএল বোর্ডের অপর সদস্যরা হলেন- ড. নেহাল (সাবেক মহাপরিচালক জিএসবি), ড. মুসফিকুর আহমেদ (অধ্যাপক, ভূতত্ত্ব ও খনিজ সম্পদ বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়), জহুরুল হক (অতিরিক্ত সচিব, জ্বালানী বিভাগ), রতন চন্দ্র পণ্ডিত (অতিরিক্ত সচিব, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানী মন্ত্রণালয়) ও আইয়ুব খান (পেট্রোবাংলার পরিচালক ও কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক)। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads