• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মতলব উত্তরে সুবিধিা বঞ্চিত মহিলাদের ঋণ প্রদান

মতলব উত্তরে সমবায় অধিদপ্তরে বাস্তবায়িত উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মতলব উত্তরে সুবিধিা বঞ্চিত মহিলাদের ঋণ প্রদান

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জুলাই ২০১৮

মতলব উত্তরে সমবায় অধিদপ্তরে বাস্তবায়িত উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় উপকার ভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদের মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় চেক বিতরণ করা হয়। এসময় উপজেলার মোহনপুর ও ফরাজীকান্দি ইউনিয়নের ৫০জন সুবিধা বঞ্চিত মহিলাকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় দপ্তরের উপ-নিবন্ধক (প্রশাসন) মোহা. গিয়াস উদ্দিন, জেলা উপ-সহকারী নিবন্ধক রফিকুল ইসলাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads