• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
হাজীগঞ্জে কুকুরের কামড়ে আহত পাঁচ

চাঁদপুরের হাজীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৫ জন আহত হয়েছেন

প্রতীকী ছবি

সারা দেশ

হাজীগঞ্জে কুকুরের কামড়ে আহত পাঁচ

  • মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জুলাই ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার ৫নং সদর ইউনিয়নের স্থানীয় বেতিয়াপাড়া ও উচ্চঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আহমেদ তানভির হাসান।

আহতরা হলেন, ওই ইউনিয়নের উচ্চঙ্গা গ্রামের আলমগীরের স্ত্রী নারগিস বেগম (২৫) ও গনেশ চন্দ্র পালের স্ত্রী সন্ধ্যা পাল (৬৫) এবং একই ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩৫), মৃত সেকান্তর আলীর ছেলে শাহাজান (৭৫) ও আবুল হোসেনের ছেলে ওমর ফারুক (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উচ্চঙ্গা হয়ে বেতিয়াপাড়া গ্রামের দিকে ছুটে যাওয়া একটি পাগলা কুকুর সামনে যাকে পেয়েছে, তাকেই কামড় দিয়েছে। পরে এলাকার লোকজন লাঠি নিয়ে তাড়া করলে কুকুরটি পালিয়ে যায়।

র‌্যাবিসে (জলান্তক রোগ) আক্রান্ত কুকুর কামড় দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরামর্শ দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আহমেদ তানভির হাসান বলেন, ভীত না হয়ে এবং অপ-চিকিৎসা না করিয়ে হাসপাতালে নিয়ে আসুন। এখানে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
সচেতনতার বিষয়ে তিনি বলেন, যেসব কুকুর উশৃঙ্খল আচরন শুরু করে, মানুষ বা পশুসহ যাকে সামনে পায়, তাকে কামড়ানোর চেষ্টা করে, মুখ দিয়ে লালা পড়ে (লালার সাথে জীবাণু বের হয়), সবসময় ঘেউ ঘেউ করে সাধারণত সেসব কুকুর র‌্যাবিসে আক্রান্ত বলে আমরা চিহিৃত করি। তাই এসব কুকুর থেকে দূরে থাকতে হবে এবং সাবধানতা অবলম্বরন করতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads