• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
শাহজালালের উরসের আনুষ্ঠানিকতা সম্পন্ন

সিলেট হজরত শাহজালাল (র.)-এর ৬৯৯তম উরস

সংগৃহীত ছবি

সারা দেশ

শাহজালালের উরসের আনুষ্ঠানিকতা সম্পন্ন

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত ০৩ আগস্ট ২০১৮

সিলেট হজরত শাহজালাল (র.)-এর ৬৯৯তম উরস প্রতিবছরের মতো এবারো গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত উদযাপিত হয়েছে।

 তবে উরসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় গতকাল বৃহস্পতিবার সকালে। উরস উপলক্ষে মাজার এলাকায় আলোকসজ্জা করা হয়। পাশাপাশি নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভক্তদের জরুরি চিকিৎসার জন্য খোলা হয় অস্থায়ী মেডিকেল ক্যাম্প।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় হাজার হাজার ভক্তের গিলাফবাহী মিছিলে নগর ‘জাল্লে জালাল বাবা শাহজালাল, সুলতানুল বাঙাল বাবা শাহজালাল, লালে লাল বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। প্রতিবছর হিজরি সালের ১৯ ও ২০ জিলকদ হজরত শাহজালাল (র.)-এর মাজার প্রাঙ্গণে এই সাধকের উরস শরিফ উদযাপন করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাত ২টায় আখেরি মোনাজাত ও ফজর নামাজ শেষে শিন্নি বিতরণের মাধ্যমে দুই দিনব্যাপী উরসের সমাপ্তি হয়েছে। এসব তথ্য জানিয়েছেন উরসের সার্বিক ব্যবস্থাপনা তদারকি করার দায়িত্বে থাকা দরগা-ই-হজরত শাহ জালালের (রহ) মাজারের সরেকওম মোতাওয়াল্লি ফতেহ আল আমান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads