• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
হাজিগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডারকে লাঞ্চিত করায় মানববন্ধন

চাঁদপুরের হাজীগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডারকে লাঞ্চিতের প্রতবাদ মুক্তিযোদ্ধাদের মানবন্ধন

ছবি - বাংলাদেশের খবর

সারা দেশ

হাজিগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডারকে লাঞ্চিত করায় মানববন্ধন

  • মো. মহিউদ্দিন আল আজাদ
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০১৮

সদ্য সাবেক হওয়া হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধাকলীন সময়ে বৃহত্তর হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মুজিবুর রহমানকেকে আটকিয়ে হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধান সম্পাদক গাজী মো. মাইনুদ্দীনের পিতা গিয়াসউদ্দিন গাজী ‘রাজাকার নয়, মর্মে কাগজে স্বাক্ষর’ নেয়া ও তাঁকে শারীরিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জে মানববন্ধন করেছেন প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধা। আজ সোমবার (৬ আগস্ট) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারস্থ ঐতিহাসিক বড় মসজিদের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সর্দার আবুল বাসার, মাহবুবুল আলম চুননু, খোরশেদ আলম সর্দার, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের উপজেলা আহবায়ক শুকুর আলম শুভ প্রমূখ।

বক্তব্যে মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার মজিবুর রহমান মজুমদারকে লাঞ্চিত ও বল প্রয়োগ করে স্বাক্ষর নেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তিযোদ্ধারা বলেন, ১৯৭১ সালে স্বাধীন বেতার কেন্দ্রের শিল্পীরা যদি মুক্তিযোদ্ধা হতে পারে তাহলে রাজাকারদের গান গেয়ে মনোরঞ্জনকারীরা কেন রাজাকার হবেনা?

উল্লেখ্য, গত ২৯ জুলাই রবিবার দিবাগত রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মজিবুর রহমান মজুমদারকে ডেকে নিয়ে জিম্মি করে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ করে ৩০ জুলাই সোমবার দুপরে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন কমান্ডার মজিবুর রহমান মজুমদার। একই দিন দুপরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads