• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নৈশপ্রহরী খুন, সন্দেহভাজন খুনিকে পুড়িয়ে হত্যা

দিনাজপুরের মানচিত্র

ছবি: গুগল ম্যাপ

সারা দেশ

নৈশপ্রহরী খুন, সন্দেহভাজন খুনিকে পুড়িয়ে হত্যা

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ আগস্ট ২০১৮

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শালবাগান এলাকায় সুরুজ আলী (৫০) নামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রবিউল ইসলাম নামের এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা করে উত্তেজিত জনতা। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নৈশপ্রহরী সুরুজ আলী ভোরে শালবাগান মোড়ে দায়িত্ব পালনের সময় তাকে ছুরি মেরে হত্যা করা হয়। এর পরপরই হাটখোলা মোড়ে দায়িত্বরত নৈশপ্রহরী শহীদ (৪০) ‘দুর্বৃত্তের’ ছুরিকাঘাতে আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠে এবং সকাল ৬টার দিকে দিনাজপুর-রংপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এরই মধ্যে জেলখানা মোড় এলাকায় রবিউলের বাড়িতে রক্তমাখা জামা-কাপড় পাওয়া গেলে তাকে খুঁজতে শুরু করে জনতা। রবিউলকে পাওয়া গেলে তাকে ধরে শালবাগান এলাকায় এনে পেটানো হয়। পরে গায়ে আগুন দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করে জনতা।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার হামিদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, রবিউল ইসলাম হত্যায় জড়িত জানতে পেরে তাকে পুড়িয়ে হত্যা করে। তবে রবিউল পাগল প্রকৃতির ছিল।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads