• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
প্রেমিকার আত্মহত্যার খবরে ট্রেনের নিচে ঝাঁপ প্রেমিকের

রোকনুজ্জামান রোকন ও মুনতা হেনা

সংগৃহীত ছবি

সারা দেশ

প্রেমিকার আত্মহত্যার খবরে ট্রেনের নিচে ঝাঁপ প্রেমিকের

  • কুষ্টিয়া ও ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত ১১ আগস্ট ২০১৮

পরিবারের সদস্যরা প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় আত্মহননে সমাধান খুঁজে নেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোকনুজ্জামান রোকন ও মুনতা হেনা। প্রথমে মুনতা হেনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর শুনে রোকন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। প্রেমিক জুটির আত্মহননের খবরে শোকের ছায়া নেমে আসে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের মধ্যে।

সহপাঠীরা জানান, বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস বিভাগের চেয়ারম্যান ড. আশরাফুল আলমের মেয়ে মুনতা হেনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সহপাঠী রোকনুজ্জামান রোকন। পারিবারিকভাবে সেটা মেনে না নেওয়ায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ঝিনুক টাওয়ারের পঞ্চমতলায় নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হেনা। প্রেমিকার আত্মহত্যার খবর শুনে কুষ্টিয়া শহরের পেয়ারাতলার একটি ছাত্রাবাসে থাকা রোকন রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মতি মিয়ার রেলগেট নামক স্থানে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায়।

পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আজিজ জানান, ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইবির প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান জানান, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

ঘটনা সম্পর্কে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা (বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ) প্রফেসর ড. রেজওয়ানুল হক জানান, রোকনুজ্জামানের মরদেহ ইবির অ্যাম্বুলেন্সযোগে গ্রামের বাড়ি চুয়াডাঙ্গাতে এবং হেনার মরদেহ তার গ্রামের বাড়ি সাতক্ষীরায় পাঠানো হয়েছে। ডিপার্টমেন্টে দুজনই ভালো শিক্ষার্থী ছিলেন বলে জানান তিনি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads