• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে : মেজর রফিক

১নং রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাতরত মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপিসহ অতিথিবৃন্দ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে : মেজর রফিক

  • মো. মহিউদ্দিন আল আজাদ
  • প্রকাশিত ১৫ আগস্ট ২০১৮

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টক কমান্ডার, চাঁদপুর- (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেছেন, নির্বাচন বানচালের জন্য দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। কোন ষড়যন্ত্রই কাজ হবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক সময়ে এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ উপজেলায় ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে হাটিলা পশ্চিম ইউনিয়নে স্থানীয় আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, এদেশের মানুষ ২০০১ সালের নির্বাচনেরমতো প্রহসনের নির্বাচন আর দেখতে চাইনা। দেশে এখন শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে। দেশদ্রোহী ও ৭৫ এর ঘাতকরা দেশে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে। আপনার স্বজাগ থাকবেন, আমরা আপনাদের পাশে আছি।

তিনি হাজীগঞ্জ শাহরাস্তির উন্নয়নের কথা তুলে ধরে বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু, দুই উপজেলায় ৬ শতাধিক ব্রীজ-কালর্ভাট, সাড়ে তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ, সাড়ে তিনশ কিলোমিটার গ্রামীন সড়ক পাকাকরণ করেছি। যা অতিতের কোন সরকার করতে পারেনি।

তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় এ বছরের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হবে। এ ছাড়াও অসম্পূন্ন কাজগুলো দ্রুতই সম্পন্ন করা হবে। আমরা উন্নয়নের পাশাপাশি শান্তি-শৃঙ্খলাও নিশ্চিত করেছি। দুই উপজেলায় কারো প্রতি রাজনৈতিক প্রতিহিংসাবশত হয়রানি করা হয়নি। আমরা প্রতিহিংসামূলক কাজ করিনা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহম্মদ খসরু, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাদী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমির লাল দত্ত, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী সফিকুর রহমান প্রমূখ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. জাবেদুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী আজিজুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার বুলবুল, প্রেসক্লাব সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারবিন ইসলাম, ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, মানিক হোসেন প্রধানীয়া, আলহাজ¦ সফিকুল ইসলাম মীর, আলহাজ¦ কবির হোসেন মিয়াজী, মনির হোসেন গাজী, রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন বাচ্চু, মো. জাকির হোসেন লিটু ও খোরশেদ আলম বকাউল, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি রোটা. আলী আশ্রাফ দুলাল, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, শাহরাস্তি উপজেলা যুবলীগের আহবায়ক আহসান মঞ্জুরুল জুয়েল প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকর সি্িদ্দক তপাদার, সাবেক সাধারণ সম্পাদক সফিকুর রহমান, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, য্গ্মু আহবায়ক আলী নুর নিপু, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন আলম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী, ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম সরোয়ার, হান্নান গাজীসহ হাজীগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ, উপজেলা, পৌর ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যগন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনাসাধারন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads