• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মতলবে দুই মাথাযুক্ত শিশুর জন্ম

মতলব দক্ষিণে দুই মাথা যুক্ত শিশুর জন্ম

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মতলবে দুই মাথাযুক্ত শিশুর জন্ম

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ আগস্ট ২০১৮

মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুরের একটি প্রাইভেট হাসপাতালে দুই মাথাযুক্ত এক শিশুর জন্ম হয়েছে। কচুয়া উপজেলার তুলপাই গ্রামের প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী নাছরিন (২৩) এর কোল জুড়ে আসে ঐ শিশুটি । বর্তমানে মা শিশু দুইজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।

১৮ আগষ্ট শনিবার বিকালে উপজেলার নারায়নপুর বায়েজিদ মেমোরিয়েল হাসপাতালে শিশুটির জন্ম হয়। উপজেলার নারায়নপুর বায়েজিদ মেমোরিয়েল হাসপাতালে প্রসবজনিত ব্যাথা নিয়ে ভর্তি হন নাছরিন। পরে বিকালে ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মিথুন, ডাঃ সারমিন ও ওমর ফারুকের তত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট শিশুটির জন্ম হয়। তবে বর্তমানে মা ও শিশু উভয়ই সুস্থ আছে বলে জানায় হাসপাতাল কতৃপক্ষ।

এদিকে দুই মাথা বিশিষ্ট শিশুর জন্মের সংবাদ শুনে উৎসুখ জনতা হাসপাতালে এসে ভীড় করেন এক নজরে ওই শিশুটিকে দেখার জন্য। দুই মাথা বিশিষ্ট শিশুটির পরিবারের সদস্যরা জানান, প্রবাসী বাবুল-নাছরিনের প্রথম সন্তান এটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads