• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকর লাইসেন্স দেখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • মো. মহিউদ্দিন আল আজাদ
  • প্রকাশিত ২০ আগস্ট ২০১৮

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারকে যানজট মুক্ত রাখতে এবং যানবাহনে জনসাধারনের নিরাপত্তা নিশ্চিতকরণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া। রবিবার বিকালে পৌরসভাধীন আলীগঞ্জ বাজারস্থ কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন ও ভুয়া লাইসেন্সধারী চালক এবং অবৈধ পাকিং এর উপর অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া।

অভিযানে ছোট-বড় ৮টি যানবাহনে প্রয়োজনীয় কাগজপত্র এবং চালকের লাইসেন্স না থাকায় মোট ৬ হাজার টাকা জরিমানা এবং তাদেরকে সতর্ক করে নির্দেশনা প্রদান করা হয়। প্রায় অর্ধ-শতাধিক যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র সঠিক এবং চালকের লাইসেন্স থাকায় ভ্রাম্যমান আদালত তাদেরকে ধন্যবাদ জানান। এ সময় থানা উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক আহম্মেদসহ অন্যান্য সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads