• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা

সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি ‘সাগরকন্যা’ কুয়াকাটা

সংগৃহীত ছবি

সারা দেশ

দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ আগস্ট ২০১৮

সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি ‘সাগরকন্যা’ খ্যাত কুয়াকাটা এখন দেশি-বিদেশি পর্যটকদের পদচারণে মুখরিত। এর ফলে কুয়াকাটা ফিরে পেয়েছে নতুন রুপ। সারা কুয়াকাটা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ঈদের এই ছুটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণপিপাসু নানা বয়সের হাজার হাজার মানুষ সমুদ্র সৈকত কুয়াকাটার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে এসেছেন। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে, কেউবা নিজের পছন্দের মানুষকে নিয়ে দেখতে এসেছেন সাগরকন্যা কুয়াকাটা।

পর্যটকদের উপচে পড়া ভিড়ে কুয়াকাটা খাবার হোটেলসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কেনাবেচার ধুম পড়েছে। অধিকাংশ হোটেল, মোটেলের রুম অগ্রিম বুকিং হয়ে যাওয়ায় সদ্য কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকদের ভালো রুম পেতে কষ্ট হলেও কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য সব দুঃখ ভুলিয়ে দিয়েছে।

কুয়াকাটা জিরো পয়েন্টে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, মিশ্রিপাড়া সিমা বৌদ্ধ বিহার, জাতীয় উদ্যান, লেম্বুর চর, শুটকি পল্লি, রাখাইন মহিলা মার্কেট, গঙ্গামতি, কাউয়ারচর, লাল কাকড়ার চর, ইলিশ পার্কসহ পর্যটন স্পটগুলো এখন পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে আছে।

এদিকে পর্যটকের নিচ্ছিদ্র নিরাপত্তায় কাজ করছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। সৈকতে পর্যটকদের নির্বিঘ্নে চলাফেরা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads