• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
চৌদ্দগ্রামে চিলপাড়া ও পরিকোট ব্রিজে দর্শনার্থীদের ভীড়

চৌদ্দগ্রামের চিলপাড়া ব্রিজ এলাকায় পর্যটকদের জন্য অপেক্ষারত নৌকার সারি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

চৌদ্দগ্রামে চিলপাড়া ও পরিকোট ব্রিজে দর্শনার্থীদের ভীড়

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ আগস্ট ২০১৮

কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোটসহ পাশ্ববর্তী কয়েকটি উপজেলার ভ্রমণপিপাসু মানুষের কাছে আকর্ষণীয় স্থানের নাম চিলপাড়া এবং পরিকোট ব্রিজ। ব্রিজসংলগ্ন অংশে ডাকাতিয়া নদীর মাঝে দ্বীপসদৃশ বাড়ি, পানিতে বহমান নৌকা এক অপরুপ সৌন্দর্য্যরে সৃষ্টি করে। যা দেখতে সারা বছরই ভ্রমণ পিপাসুরা ভীড় জমায় ব্রিজের উপর ও সড়কের আশেপাশে। ব্রিজগুলো দুই উপজেলার সীমান্ত সংলগ্ন ও ডাকাতিয়া নদীর উপর হওয়ায় দর্শনার্থীদের মন কাড়ে। বিশেষ করে বিকেল বেলার দৃশ্য হৃদয়জুড়ে আনন্দের দোলা দেয়।

চলতি ঈদুল আযহার মৌসুমে পর্যটকদের ভীড় ব্রিজের এলাকা ছাড়িয়ে দুই পাশে প্রায় এক কিলোমিটারের অধিক স্থানে ছড়িয়ে পড়ে। সারি সারি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি সড়কে এক অপরুপ সৌন্দর্য্যরে সৃষ্টি করে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট ও দাগনভুঁইয়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে অতি সহজেই ব্রিজগুলো আসা যায়। অনেক ক্ষেত্রে পর্যটকরা গুণবতী রেলষ্টেশন এলাকা থেকে নৌকা ভাড়া করে পরিকোট ব্রিজ ভ্রমণ শেষে ডাকাতিয়া নদী দিয়ে চিলপাড়া ব্রিজে আসেন। এরপর পুটিজলা ও মন্তলী এলাকা ঘুরে পরিদর্শন করে। এতে আনন্দ বেশি পায় পর্যটকরা।

জনপ্রিয় দুটি পর্যটন স্পট এখনো চোখে পড়েনি সরকার কিংবা বে-সরকারি কোন উদ্যোক্তার। ঈদ মৌসুমে প্রতিদিন হাজার হাজার মানুষ আসলেও তাদের জন্য নেই ভালো কোন বসার স্থান।

এ ব্যাপারে নাঙ্গলকোটের ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভুঁইয়া বাছির গতকাল শনিবার দৈনিক বাংলাদেশের খবরকে বলেন, চিলপাড়া বিজ্র এলাকায় পর্যটকদের নিরাপত্তার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাছাড়া চিলপাড়া ব্রিজ এলাকাকে পর্যটন এলাকা ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads