• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
হাটহাজারীতে অজ্ঞাত রোগে ৪ শিশুর মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে তিন বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে

সংগৃহীত ছবি

সারা দেশ

২১ শিশু হাসপাতালে ভর্তি

হাটহাজারীতে অজ্ঞাত রোগে ৪ শিশুর মৃত্যু

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২৭ আগস্ট ২০১৮

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সোনাই-ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে তিন বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো ২১ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার থেকে গতকাল রোববার পর্যন্ত এ শিশুদের মৃত্যু হয়। তারা হলো দক্ষিণ উদারীয়া এলাকার শ্যাম কুমার চাকমার তিন মেয়ে অন্য রায় (৫), সুমা রায় (৩) ও অন্য বালা (৭) এবং রমেশ চাকমার মেয়ে শিমলী ত্রিপুরা (৩)।

শ্যাম কুমার চাকমা বলেন, গত ১৮ আগস্ট সকাল থেকে আমার তিন মেয়ের শরীরে জ্বর আসে। সেই সঙ্গে শরীরে কাল দাগ পড়তে থাকে। মঙ্গলবার দুপুরের দিকে অন্য রায় অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এভাবে গত শুক্রবার মারা যায় সুমা রায় এবং রোববার সকালে মারা যায় অন্য বালা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসাইন জানান,  সোনাই-ত্রিপুরা পাড়ার চার শিশু মারা গেছে। এ ছাড়া মোট ২১ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা মঙ্গলবার থেকে রোববারের মধ্যে বিভিন্ন সময়ে ভর্তি হয়। ভর্তি ২১ শিশুর গায়ে জ্বর রয়েছে। এ ছাড়া শরীরে ছোট ছোট দাগ দেখা যাচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরো জানান, যে শিশুরা মারা গেছে তারা নিজেদের ঘরেই মারা গেছে। রোগটি শনাক্ত করতে নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসার পর রোগটি সম্পর্কে জানা যাবে। এরপর করণীয় নির্ধারণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads