• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বঙ্গবন্ধুর আদর্শ থেকে আওয়ামী লীগ বিচ্যুৎ : ইঞ্জি. মমিনুল হক

হাজীগঞ্জ পৌর ১নং ওয়ার্ড বিএনপির ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জি. মমিনুল হক

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বঙ্গবন্ধুর আদর্শ থেকে আওয়ামী লীগ বিচ্যুৎ : ইঞ্জি. মমিনুল হক

  • মো. মহিউদ্দিন আল আজাদ
  • প্রকাশিত ২৮ আগস্ট ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখালে বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে দক্ষিণ বলাখাল ঈদগাহে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি. মমিনুল হক বলেন, বঙ্গবন্ধুর আদর্শ থেকে আওয়ামী লীগ বিচ্যুৎ হয়েছে। বঙ্গবন্ধু যে, শোষনমুক্ত বাংলাদেশ চেয়েছিল, সে বাংলাদেশ এখন নেই। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ বছরের জন্য নির্বাচিত হয়ে জোরপূর্বক ১০ বছর ক্ষমতায় রয়েছেন। মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন। বিরোধীদের বাক স্বাধীনতাসহ সব ধরনের অধিকার ক্ষুন্ন করেছেন। আজ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা ঘরে ঘুমাতে পারছেনা। মামলা হামলায় তারা জর্জরিত।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭১’র ৭ই মার্চের ভাষণ আমাদেরকে উজ্জীবিত করেছে। খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে ঘরে ঘরে দূর্গ গড়ে তোলে এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হবে।

তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামিতে প্রহসনের নির্বাচনের সুযোগ দেয়া হবে না। আমরা উপজেলা ও পৌর নেতৃবৃন্দ এক ও ঐক্যবদ্ধ হয়েছি। ওয়ার্ড ভিত্তিক যেসব নেতা-কর্মীদের মাঝে কিছু ভুল বুঝাবুঝি রয়েছে, তা এখনি সমাধান করুন। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে জেল থেকে খালেদা জিয়াকে উদ্ধার করতে হবে। কেন্দ্রীয় নির্দেশনা আগামি দিনের আন্দোলন-সংগ্রামে অংশ গ্রহণ এবং আগামি জাতীয় নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপিকে আনতে হবে।

পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল খায়ের মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ¦ ইমাম হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক মহন চৌধুরী, কেন্দ্রীয় ওলামাদলের সহ-সভাপতি অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার, পৌর বিএনপির আহবায়ক আব্দুর রহমান মিয়াজী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, সাবেক ছাত্রনেতা একেএম সাহাবুদ্দিন শাহিন মজুমদার, রোমান গাজী প্রমূখ।

পৌর ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মোল্লা, সহ-সভাপতি সিরাজুল ইসলাম খাঁন, যুগ্ম সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, আবু নাফের শাহ্, দুবাই বিএনপি নেতা মিলন হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব নাদিম উল্যাহ্ নাদিম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন, সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক এমরান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন মজুমদার, যুগ্ম আহবায়ক সালেহ আহম্মদ রানা, সাবেক ছাত্রনেতা শাহাবুদ্দিন সাবু প্রমূখ।

এ সময় পৌর শ্রমিক দলের আহবায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব আজাদ কাশারী, যুবদল নেতা রাশেদ আলম হিরা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহির আহমেদ, পৌর যুগ্ম আহবায়ক মাইনুদ্দিন খাঁন রনক, সোহেল রানা, কালচোঁ উত্তর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মানিক মিয়া, সদর ইউনিয়ন পূর্ব যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয়দের বিএনপি, যবুদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads