• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ধর্ম কোন বাঁধা হতে পারে না: ডা. দীপু মনি

জন্মাষ্টমী উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি এমপি।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ধর্ম কোন বাঁধা হতে পারে না: ডা. দীপু মনি

  • মো. মহিউদ্দিন আল আজাদ
  • প্রকাশিত ০৩ সেপ্টেম্বর ২০১৮

প্রতিবছরের ন্যায় এবারও চাঁদপুর কালীবাড়ি মন্দিরে জেলা জম্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ২ দিনব্যাপি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব জন্মাষ্টমী মহোৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে চাঁদপুর শহরে জন্মাষ্টমী উৎসবের একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। এরপর সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি এমপি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করেছেন। আজ তার সুযোগ্য কন্যা মাটি ও মানুষের নেত্রী শেখ হাসিনা তাঁর ধারাবাহীকতা রেখে কাজ করছেন। আমাদের পরিচয় আমরা মানুষ। ধর্ম কোন বাঁধা হতে পারে না। আমরা সকলে মিলে একত্রিত হয়ে কাজ হোক আমাদের অঙ্গিকার। ভালো মন্দ আমাদের মধ্যে বাস করে, সেজন্য আমাদের মনে রেখে চলতে হয় দুষ্টের কিভাবে দমন করবো এবং সৃষ্টের পালন করবো।

তিনি আরো বলেন, আমাদের মধ্যে বৈষম্য, মতৈক্য থাকতে পারে কিন্তু তাকে ধরে রেখে কাজ করলে হবে না। আমরা লোভ-লালসা, অন্যের সম্পদ লুন্ঠন করা, যারা অন্যকে বঞ্চিত করছে তা না করা। আমরা মানবতা তৈরি করে মানুষের পাশে দাড়াতে হবে। ধর্ম যার যার কিন্ত উৎসবটি আমাদের সকলের। তার জন্যই আমরা এই জন্মোৎসবে একত্রিত হয়েছি। নির্বাচন এসেছে, আমি আপনাদের পাশে দাড়াতে চাই। আমি যদি আমার আন্তরিকাতর সজকারে কাজ করে থাকি, তাহলে আশা করি আপনারা আমাকে আবার আপনাদের পাশে দাড়ানোর সুযোগ করে দিবেন।

শ্রী শ্রী জম্মাষ্টমী উদ্যাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শওকত ওসমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

জম্মাষ্টমী উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অরুপ কুমার শ্যামের পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত চক্রবর্তী, জেলা পূজা উদযান পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ তমাল কুমার ঘোষ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বিবি দাস, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন।

জম্মাষ্টমী উৎসবের বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিচালনা করেন জম্মাষ্টমী উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সাহা মুন্না। এছাড়া কমিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুপ কুমার শ্যাম, সহ-সভাপতি প্রকাশ পাল, সাংগঠনিক সম্পাদক তমাল কুমার ভৌমিক, সহ-সাংগঠনিক গোপাল দাস, অর্থ সম্পাদক বিকাশ মজুমদার, দপ্তর সম্পাদক দিপু ধর, সাংস্কৃতিক সম্পাদক কার্তিক সরকার, র‌্যালি কমিটির সদস্য সচিব লিটন সাহা, কানাই সাহাসহ সকল ভক্তবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads