• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে: মেজর রফিক

মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমহাজীগঞ্জের দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবনের বিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত করছেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপিসহ নেতৃবৃন্দ।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে: মেজর রফিক

  • মো. মহিউদ্দিন আল আজাদ
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০১৮

নির্বাচন নিয়ে দেশ-বিদেশে বহু ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম। এসময় তিনি বলেন কোন ষড়যন্ত্রই লাভ হবেনা। সঠিক সময়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন আ.লীগের এই নেতা। 

সোমবার বিকেল হাজীগঞ্জে বিভিন্ন উন্নয়ণমূলক কাজের উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়ণের বিষয়ে তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় ব্যাপক হারে উন্নয়ন হয়েছে। যা অতিতের কোন সরকার করতে পারেনি। তারা যদি কিছু কাজও করতো, তাহলে আমাদের উপর এতো চাপ-সৃষ্টি হতো না।

রফিকুল আরো বলেন, আমি হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় মাত্র ১০ কিলোমিটার পাকা সড়ক পেয়েছি। এখন এ দু’উপজেলায় সাড়ে ৩’শ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু, দুই উপজেলায় ৬ শতাধিক ব্রীজ-কালর্ভাট, সাড়ে তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করেছি।

তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় এ বছরের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হবে। এ ছাড়াও অসম্পূর্ণ কাজগুলো দ্রুতই সম্পন্ন করা হবে। আমরা উন্নয়নের পাশাপাশি শান্তি-শৃঙ্খলাও নিশ্চিত করেছি। দুই উপজেলায় কারো প্রতি রাজনৈতিক প্রতিহিংসায় হয়রানি করা হয়নি।

আগামি জাতীয় সংসদ নির্বাচনে জনগনের মাঝে নৌকা প্রতি নিয়ে আসবো বলে মেজর রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শান্তির প্রতীক। তিনি বলেন, আমাকে আপনার আগের মতোই নৌকা প্রতীকে ভোট দিয়ে সহযোগিতা করবেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারুল হক হেলাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহম্মদ খসরু, জেলা পরিষদের সদস্য হাজী জসিম, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী ফয়েজ, মদিনাতুল উলুম মাদ্রসার সভাপতি আবুল কালাম মিয়াজী।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাদী, রফিকুল ইসলাম মিলিটারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমির লাল দত্ত, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি রোটা. আলী আশ্রাফ দুলাল, আওয়ামীলীগ নেতা দুলাল হোসেন মিয়া, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায় জাকির হোসেন সোহেল, শাহরাস্তি উপজেলা যুবলীগের আহবায়ক আহসান মঞ্জুরুল জুয়েল, যুগ্ম আহবায়ক ও টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ফারুক দর্জি প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads