• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
যুবলীগ নেতার ছেলেকে পুলিশে দিলেন মা

কলেজছাত্রীকে তুলে নিয়ে ছুরিকাঘাতের মামলায় যুবলীগ নেতার ছেলেকে পুলিশে দিলেন মা

সংগৃহীত ছবি

সারা দেশ

বগুড়ায় কলেজছাত্রীকে ছুরিকাঘাত

যুবলীগ নেতার ছেলেকে পুলিশে দিলেন মা

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০১৮

এক কলেজছাত্রীকে তুলে নিয়ে ছুরিকাঘাতের মামলার আসামি বগুড়া শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয়ের ছেলে কাওসার অভিকে (২২) পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। গত রোববার রাতে অভিকে সদর থানা পুলিশে সোপর্দ করেন তার মা নাসরিন আলম। অভিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির

ইনচার্জ ইন্সপেক্টর শেখ ফরিদ জানান, তাদের ব্যাপক তৎপরতার মুখে অভির অভিভাবকরা তাকে থানায় সোপর্দ করার সিদ্ধান্ত নেন। সোমবার বিকালেই অভিকে আদালতে হাজির করার কথা রয়েছে।

বগুড়া শহরতলির পালশা বিদ্যুৎনগর এলাকার জাহিদুর রহমানের মেয়ে বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে পড়েন। পড়ালেখার পাশাপাশি তিনি শহরের বাদুড়তলায় একটি বিউটি পার্লারে বিউটিশিয়ানের কাজ শিখছিলেন। বাড়ি থেকে কলেজ ও পার্লারে যাওয়ার পথে অভি তাকে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিত। এতে সাড়া না দেওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয় অভি। গত ৩০ আগস্ট বিকালে অভি তার তিন সঙ্গীকে নিয়ে ওই বিউটি পার্লারে গিয়ে ছাত্রীকে তুলে নিয়ে যায়। পরে কাটনারপাড়ার একটি বাড়িতে নিয়ে আবারো প্রেমের প্রস্তাব দেয়। তখনো ওই ছাত্রী প্রত্যাখ্যান করলে অভি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করার পর উরু ও হাতে ছুরিকাঘাত করে। এরপর হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

স্থানীয়রা ওই মেয়েকে উদ্ধার করে নামাজগড় এলাকার একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অভির মা ও অন্যরা হাসপাতালে গিয়ে মীমাংসার প্রস্তাব দিলে ভয়ে অভিভাবকরা ৩১ আগস্ট ছাড়পত্র ছাড়াই মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। এরপর ১ সেপ্টেম্বর বিকালে ছাত্রীর বাবা জাহিদুর রহমান সদর থানায় অভি ও তার তিন সহযোগীর বিরুদ্ধে মামলা করেন। এই নিয়ে গণমাধ্যমে লেখালেখি হলে পুলিশ অভিকে গ্রেফতারের জন্য তৎপর হয়। তবে আসামিপক্ষ বাদীর পরিবারকে মামলা প্রত্যাহারে চাপ দিচ্ছে।

জানা গেছে, কাওসার অভি বেপরোয়া জীবনযাপন করত। স্কুল-কলেজের শুরু ও ছুটির সময় ছাত্রীদের উত্ত্যক্ত করা ছাড়াও শহরের শপিংমলগুলোতে কেনাকাটা করতে আসা তরুণীদের সঙ্গে অশালীন আচরণ করত। বাসায় নিয়মিত মদপানের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads