• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
চাঁদপুরে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু, বিক্ষোভ

চাঁদপুর ম্যাপ

সংরক্ষিত ছবি

সারা দেশ

চাঁদপুরে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু, বিক্ষোভ

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০১৮

চাঁদপুরের কচুয়ায় ডাক্তারের অবহেলায় হালিমা বেগম (৩৫) নামের এক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও ইউএনও বরাবর স্মারকলিপি পেশ করেছে। গতকাল সোমবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে বক্তারা এবং হালিমার বড় ভাই আবুল কালাম জানান, গত ৭ আগস্ট পার্শ্ববর্তী কুমিল্লার চান্দিনা  উপজেলার দেওকামা গ্রামের সাব্বির মিয়ার স্ত্রী হালিমা বেগমের প্রসব বেদনা উঠলে কচুয়ার মিয়ার বাজারের হাসিমপুর ফয়েজুন্নেছা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসক তার পরীক্ষা শেষে সিজারিয়ান অপারেশন করে বাচ্চা প্রসব করান। কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘণ্টা পর নবজাতকের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতি হালিমা বেগমকে ডাক্তারি পরামর্শ এবং চিকিৎসা দিয়ে তার স্বামীর বাড়িতে পাঠায়। বাড়িতে যাওয়ার পর থেকে হালিমা বেগমের পেটের ব্যথা বাড়তে থাকে।

পরে হালিমার স্বজনরা তাকে পুনরায় ওই হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা শেষে তার জরায়ুতে টিউমার আছে বলে ওষুধ লিখে দেন। ওষুধ সেবনের পরেও হালিমার পেটের ব্যথা ভালো না হওয়ায় তার স্বামী সাব্বির মিয়া গত ২৯ আগস্ট কুমিল্লা শহরের মনোহরপুর আদর্শ হাসপাতালে ভর্তি করান। এ সময় কর্মরত চিকিৎসক পরীক্ষা শেষে জানান, তার পেটের ভেতরে একটি কাপড়ের গজ (সার্জিক্যাল মব) রয়েছে।

যার ফলে পেটের ভেতরে পচনের সৃষ্টি হয়েছে। জরুরি ভিত্তিতে তার অপারেশন করা প্রয়োজন। এরপর আবারো অপারেশনের অনুমতি দিলে দ্বিতীয়বারের মতো তার অপারেশন করা হয় এবং পেটের ভেতর থেকে বড় আকারের ১টি কাপড়ের গজ (সার্জিক্যাল মব) বের করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে হালিমা মারা যান।

এ ঘটনায় নিহতের বড় ভাই আবুল কালাম গত রোববার সন্ধ্যায় বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads