• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
মধ্যরাতে ‘ভূত’ দেখে জ্ঞান হারালেন ৫ ছাত্রী!

‘ভূত’ দেখে ও তার ভৌতিক শব্দ শুনে জ্ঞান হারিয়েছেন পাঁচ ছাত্রী

প্রতীকী ছবি

সারা দেশ

মধ্যরাতে ‘ভূত’ দেখে জ্ঞান হারালেন ৫ ছাত্রী!

  • ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ সেপ্টেম্বর ২০১৮

‘ভূত’ দেখে ও তার ভৌতিক শব্দ শুনে জ্ঞান হারিয়েছেন পাঁচ ছাত্রী। বৃহস্পতিবার গভীর রাতে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) ছাত্রী হোস্টেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অসুস্থ সাথী, তিথি ও সুমাইয়া নামে তিন ছাত্রীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবশ্য এ ভৌতিক কাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। ছাত্রী হোস্টেলের এক নাইটগার্ড এ কাণ্ড ঘটিয়েছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ।

ছাত্রীদের অভিযোগ, বৃহস্পতিবার রাত ১২টার দিকে নাইটগার্ড হাশেম মেয়েদের বাথরুমে ঢুকে ভৌতিক আওয়াজ শুরু করে। ভয়ে প্রথম বর্ষের ছাত্রীরা ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে ওই নাইটগার্ড মাহিন নামে এক ছাত্রীর নাম ধরে ডাকতে শুরু করে। এ সময় সাথী নামে এক ছাত্রী উঁকি দিয়ে দেখেন নাইটগার্ড সাদা পোশাক পরে জানালার পাশে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে সাথী, তিথি, সুমাইয়া, ববি ও লুনা জ্ঞান হারিয়ে ফেলে। পরে তিনজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে ছাত্রীদের অভিভাবকরা ঝিনাইদহ সদর হাসপাতালে ছুটে যান এবং মেয়েদের বাসায় নিয়ে যান। বাড়ি ফিরলেও তিথি ও সাথী নামে দুই ছাত্রী এখনো স্বাভাবিক হতে পারেননি বলে জানা গেছে।

যশোরের ধর্মতলা ও মেহেরপুর জেলা শহরের নাম প্রকাশে অনিচ্ছুক দুই অভিভাবক জানান, বৃহস্পতিবার রাতে তাদের মেয়েরা ভয় পেয়েছিল। এ ঘটনার সঙ্গে নাইটগার্ড হাসেম জড়িত বলে মেয়েরা আমাদের জানিয়েছে। তাদের অভিযোগ নাইট গার্ড হাসেম চাকরিতে যোগ দেয়ার পর থেকে  প্রায়ই এই সমস্যা হচ্ছে।

ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাদের জানান, তিনি একটি জরুরি কাজে ঢাকায় আছেন। দ্রুত ওই নাইটগার্ডকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads