• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
খুলনায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু আজ

১০ টাকা কেজির চাল নিচ্ছেন এক ক্রেতা

সংরক্ষিত ছবি

সারা দেশ

পাবেন ৮৪ হাজার পরিবার

খুলনায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু আজ

  • খুলনা ব্যুরো
  • প্রকাশিত ১০ সেপ্টেম্বর ২০১৮

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে খুলনায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। ৮৩ হাজার ৯৪৪টি হতদরিদ্র পরিবারের মাঝে এই চাল দেওয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন দুপুরে ডুমুরিয়া উপজেলায় এই চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করবেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেন জানান, জেলার ৯ উপজেলার ৬৮টি ইউনিয়নে ৮৩ হাজার ৯৪৪টি পরিবারের তালিকা তৈরি করেছে উপজেলা প্রশাসন। তালিকাভুক্তরাই ১০ টাকা কেজি দরে চাল পাবেন। এর আগে এসব ইউনিয়নে ১৭২ জন ডিলার নিয়োগ করা হয়েছে। তারাই এই চাল বিক্রি করবেন। ইতিমধ্যে উপজেলার গুদামে চাল পৌঁছে দেওয়া হয়েছে।

জানা গেছে, এবার ৩০ কেজি করে চাল বস্তায় ভরে সেলাই করা হয়েছে। ফলে মাপার কোনো ঝামেলা নেই। সপ্তাহে দু’দিন চাল বিতরণ করা হবে।প্রত্যেক পরিবারকে একেকটি বস্তা দেওয়া হবে। একটি পরিবার একমাসে এক বস্তা করে চাল পাবে। প্রতিটি ইউনিয়নে সপ্তাহে দু`দিন করে চাল দেওয়া হবে। চাল বিক্রি ও বিতরণ কাজে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কি-না, তা তদারকি করতে খাদ্য বিভাগের পরিদর্শকরা মাঠে থাকবেন। এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদেরও নজরদারির অনুরোধ জানানো হয়েছে।তবে উপজেলা প্রশাসন ঠিক করবে- সপ্তাহে কোন কোন দিন চাল বিতরণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads