• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
সরকারকে লাল কার্ড প্রদর্শণে জনগন প্রস্তুত

খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

চাঁদপুরে বিএনপির মানববন্ধন

সরকারকে লাল কার্ড প্রদর্শণে জনগন প্রস্তুত

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১১ সেপ্টেম্বর ২০১৮

চাঁদপুরে কারাগারের ভিতরে আদালত স্থানান্তরের প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিশর্ত মুক্তি সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানবন্ধনে বক্তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি না হলে বিএনপি কোন নির্বাচনে যাবে না। শেখ হাসিনার এতো ভয় কেন নিরপেক্ষ অধিনে নির্বাচন প্রদানে। এ সরকারকে লাল কার্ড প্রদর্শন করতে জনগন প্রস্তুত। যদি সৎ সাহস থাকে তাহলে নিরপেক্ষ অধিনে নির্বাচন দিয়ে জনমত যাচাই করুন।

বক্তারা আরো বলেন, খালেদা জিয়া অসুস্থতার সু-চিকিৎসা প্রয়োজন। তাকে চিকিৎসা প্রদানের সুযোগ দিন। খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে বাংলার জনগন কাউকে ছাড়বে না। এ সরকার প্রতিহিংসায় অন্ধ হয়ে গেছে। কারাগারে আদালত বসানো কোন সংবিধানে আছে। সরকারের মন যা চাইছে তাই করছেন। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন সময় এসেছে ঘুরে দাড়ানোর। দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত বিএনপি, এখন শুধু নির্দেশনার অপেক্ষা।

গতকাল সোমবার সকাল ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড.সেলিম উল্ল্যাহ সেলিমের সভাপ্রধানে ও মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আনোয়ার বাবলু, ফেরদৌস আলম বাবু, এড. হারুরুর রশীদ, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক এড.শামছুল ইসলাম মন্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি শাহাজালাল মিশন, সাবেক সাধারন সম্পাদক আফজাল হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক হযরত আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, কোষাধক্ষ কাইয়ুম খান, জেলা যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন চান্দু, সাধারন সম্পাদক নুরুল আমিন খান আকাশ, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারন সম্পাদক হাবিব ভূইয়া, শহর মহিলা দলের সভানেত্রী জোহরা আনোয়ার হীরা, সদর থানা মহিলা বিএনপির সাধারন সম্পাদিকা নাছরিন আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি ইমান গাজী, সাধারন সম্পাদক ইসমাইল পাটওয়ারী, জেলা জিয়া মঞ্চের সভাপতি শোহেব কলিম প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads