• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
সিলেটে চিকিৎসকসহ তিন যুবক ‘নিখোঁজ’

নিখোঁজ তিন যুবক

সংগৃহীত ছবি

সারা দেশ

সিলেটে চিকিৎসকসহ তিন যুবক ‘নিখোঁজ’

  • সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত ১১ সেপ্টেম্বর ২০১৮

পাঁচদিন যাবত নিখোঁজ রয়েছেন সিলেটে চিকিৎসকসহ তিন যুবক। এদের দুজন রাস্তা থেকে নিখোঁজ হন এবং চিকিৎসককে তার নিজ বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।

গত ৬ সেপ্টেম্বর সকাল ১১টায় নগরীর টিলাগড় থেকে কলেজে যাওয়ার পথে নিখোঁজ হন এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সাজ্জাদ আহমদ (২২)। এর আগের সন্ধ্যায় টিলাগড় এলাকা থেকেই নিখোঁজ হন ইমাদ উদ্দিন (২৪) নামের এক যুবক। এদিকে একই দিনে জকিগঞ্জ থেকে ডা. মাহফুজ আলম (৩০) নামে এক ব্যাক্তিকে তুলে নিয়ে গেছে একদল যুবক। নিখোঁজ ডা. মাহফুজ কসকনকপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।

এই দুজন নিখোঁজের ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে নগরীর শাহপরান থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গতকাল সোমবার পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

এ ব্যাপরে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমবার রাতে বলেন, এই দুই যুবককে উদ্ধারে আমরা চেষ্টা চালাচ্ছি। তবে তাদের অপহরণ করা হতে পারে এমন কোনো আলামত আমরা পাইনি। হতে পারে তারা নিজেরাই কোনো কারণে আত্মগোপন করেছে। আমরা তাদের খোঁজ বের করতে সব ধরনের তৎপরতা চালাচ্ছি।

তবে পরিবার দুটির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশের কথাবার্তায় মনে হচ্ছে এদের সন্ধান জানে পুলিশ। হয়তো পুলিশই তাদের নিয়ে গেছে।

মাহফুজের মামা মোসলেহ উদ্দিন বলেন, একটি সোনালী রঙের হাইয়েস মাইক্রোবাসে করে ছয়-সাতজন লোক মাহফুজকে তুলে নিয়ে যায়। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। পরদিন বিকেলে জানা যায় তাকে পুলিশের একটি বিশেষ বাহিনী আটক করেছে। তবে এ বিষয়ে অস্বীকার করে আসছে পুলিশ।

স্বজনরা জানান, ইমাদ উদ্দিন গত বুধবার মৌলভীবাজারের ভানুগাছ থেকে পাহাড়িকা এক্সপ্রেসে সিলেটে অবস্থানরত এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সন্ধ্যায় তার সঙ্গে ফোনে কথা বলার ১০ মিনিট পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে।

এদিকে সাজ্জাদের সন্ধান দাবিতে গত রোববার কলেজের সামনে মানববন্ধন করেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও হবিগঞ্জ জেলা ছাত্র সমন্বয় পরিষদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads