• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
নন্দীগ্রামে জামায়াতের ১৬ নেতা-কর্মী আটক

জামায়াতের আমিরসহ ১৬ জন নেতা-কর্মী আটক

প্রতীকী ছবি

সারা দেশ

নন্দীগ্রামে জামায়াতের ১৬ নেতা-কর্মী আটক

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ সেপ্টেম্বর ২০১৮

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নাশকতার অভিযোগে উপজেলা জামায়াতের আমিরসহ ১৬ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বিজরুলবাজার এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা নাশকতার পরিকল্পনা করতে ওই বাড়িতে জড়ো হয়েছিলেন। নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে জেলা গোয়েন্দা ও থানা-পুলিশ যৌথ অভিযান চালায় ওই বাড়িটিতে। এই সময় উপজেলা আমির আনোয়ারুল হকসহ জামায়াত-শিবিরের অনেক নেতা-কর্মী বাড়িটিতে উপস্থিত ছিলেন। তারা সরকারের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যান। ঘটনাস্থলথেকে ১৬ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads