• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
আধুনিক দেশ গড়েতে তরুণদের এগিয়ে আসতে হবে : দীপু মনি

চাঁদপুরে ‘চাঁদমুখ’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি এমপি।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

আধুনিক দেশ গড়েতে তরুণদের এগিয়ে আসতে হবে : দীপু মনি

  • মো. মহিউদ্দিন আল আজাদ
  • প্রকাশিত ১৪ সেপ্টেম্বর ২০১৮

আধুনিক প্রযুক্তি সম্পন্ন বাংলাদেশ গড়ে তুলতে হলে তরুন-তরুনীদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি। দেশ ও ভাষার জন্য এখন আর রক্ত দিতে হবে না। এখন দেশকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে সকলকে একযোগ কাজ করতে হবে।

শুক্রবার সকালে চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে ‘চাঁদমুখ’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের অভিষেক ও আইসিটি অলিম্পিয়াড ২০১৮ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনিএসব কথা বলেন।

চাঁদপুরে ‘চাঁদমুখ’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের অভিষেক অনুষ্ঠানে স্মরণিকার মোড়ক উম্মোচন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি এমপি।  ছবি : বাংলাদেশের খবর

অনুষ্ঠানে চাঁদপুরের ৮ উপজেলার প্রায় ১৩শ’ শিক্ষার্থী আইসিটি অলিম্পিয়াডে অংশ গ্রহন করেন। পরে মন্ত্রী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ.এস.এম. দেওয়ার হোসেন, উপাধ্যক্ষ অসিত বরণ দাশ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads