• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
খেলোয়াড় তৈরির বঙ্গবন্ধু ফুটবল টূর্ণামেন্ট : মায়া

মতলব উত্তরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফজ্জল হোসেন চৌধুরী মায় বীরবিক্রম এমপি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

খেলোয়াড় তৈরির বঙ্গবন্ধু ফুটবল টূর্ণামেন্ট : মায়া

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ সেপ্টেম্বর ২০১৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা (১৪ সেপ্টেম্বর) শুক্রবার বিকালে মতলব উত্তরের উপজেলা পরিষদের মায়া বীরবিক্রম ষ্টেডিয়াম অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় ছেংগারচর পৌরসভা ২-০ গোলে ফরাজীকান্দি ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকার পক্ষে কাজ করতে হবে।

তিনি বলেন খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ অনেক গৌরব অর্জন করেছেন। তৃণমূলপর্যায়ে খেলোয়ার তৈরির লক্ষ্যে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) আয়োজন। আজকের ক্ষুদে খেলোয়াড়রাই আগামী দিনে জাতীয় দলে নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জর্জ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ, মতলব উত্তর থানার অফিসার ইনচাজর্ (ওসি) কবির হোসেন, মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ (ওসি ) ইকবাল হোসেন, মতলব উত্রর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, মোহনপুর ইউনিয়ন পরিষদের স্বর্ন পদক প্রাপ্ত চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, বৃহত্তর মতলব থানা মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার আবদুর রউফ, সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার তমিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী শরীফ হোসেন ছেংগারচর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান ঢালী, ফরাজী কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ উল্লাহ সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর মোর্শেদ স্বপন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মিনহাজ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক তামজীদ সরকার রিয়াদ, ঢাকা মহানগর উওর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্যাহ সরকার লিখন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads