• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
দ্বিতীয় তিস্তা সেতু প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আজ

উদ্বোধনের অপেক্ষায় তিস্তা সেতু

ছবি : বাসস

সারা দেশ

দ্বিতীয় তিস্তা সেতু প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আজ

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর ২০১৮

লালমনিরহাটে তিস্তা দ্বিতীয় সেতু ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ রোববার বেলা ১১টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য সেতুটিকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সেতুর উত্তর পাশে তৈরি করা হয়েছে মঞ্চ। লালমনিরহাট এলজিইডি বিভাগ থেকে উদ্বোধনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দ্বিতীয় তিস্তা সেতুটি চালুর মধ্য দিয়ে রংপুর অঞ্চলের কয়েক লাখ মানুষের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হচ্ছে। স্থানীয়রা বলছেন, এ সেতু নির্মাণের মাধ্যমে লালমনিরহাটের চারটি উপজেলার কয়েক লাখ মানুষের আর্থসামাজিক অবস্থার প্রসার ঘটবে; অর্থনীতির ক্ষেত্রেও ঘটবে এক নীরব বিপ্লব।

এদিকে উদ্বোধনের আগেই গত বৃহস্পতিবার রাতে দ্বিতীয় তিস্তা সেতুর উত্তরের অংশে একটি সংযোগ সড়ক ও সংযোগ সেতু তিস্তার প্রবল স্রোতে ধসে যায়। এতে রংপুরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লালমনিরহাটের মানুষ। সংযোগ সড়ক ও সেতুটি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে এলজিইডি বিভাগ।

লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী এসএম জাকিউর রহমান জানান, তিস্তা দ্বিতীয় সেতু উদ্বোধনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর ভেঙে যাওয়া সংযোগ সেতু ও সড়ক মেরামতের কাজ চলমান রয়েছে। তিস্তার প্রবল স্রোত যদি কাজে ব্যাঘাত সৃষ্টি না করে তাহলে উদ্বোধন অনুষ্ঠানের আগেই কাজ শেষ হবে। এ কর্মকর্তা জানান, প্রতিনিয়তই তিস্তা তার গতিপথ পরিবর্তন করছে। এ কারণে সংযোগ সড়ক ও সংযোগ সেতুগুলো হুমকিতে রয়েছে। কাজের কোনো ধরনের অনিয়ম হয়নি বলেও দাবি করেন এ প্রকৌশলী।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads