• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখতেই বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট: দীপু মনি

চাঁদপুর স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ডা. দিপু মনি এমপি

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখতেই বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট: দীপু মনি

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর ২০১৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানা এবং যুব সমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখার জন্যই প্রাধনমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশব্যাপী বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টর আয়োজন।

আজ রোববার সকাল ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এ ধরনের আয়োজনে তৃণমূল থেকে নতুন খেলোয়াড় তৈরী হবে। এরাই এক সময় জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবে। এর ফলে বাংলাদেশের ফুটবল খেলা আরো এগিয়ে যাবে।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।  উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মো. সিদ্দিকুর রহমান ঢালী, ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়রসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী খেলায় চাঁদপুর পৌরসভা ও চাঁদপুর সদর উপজেলা দল অংশ নেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads