• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নাটোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

বন্দুকযুদ্ধ

প্রতীকী ছবি

সারা দেশ

নাটোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর ২০১৮

নাটোরের বড়াইগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সিরাজুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য।

রোববার রাত দেড়টার দিকে উপজেলার কাটাশকোল এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব ৫ নাটোর ক্যাম্প কমান্ডার শিবলী মোস্তফা ঘটনার সত্যতা প্রমাণ করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।

নিহত সিরাজুল উপজেলার বালিয়া গ্রামের সাত্তারের ছেলে। নিহত সিরাজুলের বিরুদ্ধে নাটোর জেলার বিভিন্ন থানায় ৪টি মাদক মামালাসহ সর্বমোট ৫টি মামলা রয়েছে। সে নাটোর জেলার বড়াইগ্রাম থানার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

র‌্যাব ৫ নাটোর ক্যাম্প কমান্ডার নিহত সিরাজুলের বিরুদ্ধে নাটোর জেলার বিভিন্ন থানায় ৪টি মাদকসহ সর্বমোট ৫টি মামলা রয়েছে। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম থানার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

শিবলী মোস্তফা জানান, র‌্যাবের একটি টহল দল ডিউটি পালনকালে বনপাড়া বাইপাস মোড় চত্বরে অবস্থান করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাটাশকোল ইক্ষু সেন্টারের রাস্তার পূর্ব পার্শ্বে মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। র‌্যাবের টহল দল সেখানে পৌঁছালে ৫-৬ জন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাবের টহল দল নিজেদের পরিচয় দিয়ে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

এ সময় তারা র‌্যাব সদস্যদের উদ্দেশ্য করে এলোপাথাড়ি গুলি করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলার পর বাকিরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ একজনকে সেখানে পড়ে থাকতে দেখে র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের আহত ২ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads