• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
আড়াই বছর পর পুনঃ নির্বাচনের তারিখ ঘোষণা

পিরোজপুর ম্যাপ

সারা দেশ

আড়াই বছর পর পুনঃ নির্বাচনের তারিখ ঘোষণা

  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর ২০১৮

দীর্ঘ আড়াই বছরের অধিক সময় অতিবাহিতের পর বিভিন্ন আইনী লাড়াই এর মধ্য দিয়ে কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের অনিয়মের অভিযোগে স্থগিত করা ২টি কেন্দ্রের নির্বাচনের তারিখ ঘোষনা।

বন্ধ কেন্দ্র ২টির জন্য আগামি ৩ অক্টোবর পুনঃ নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন।

জানা যায়, ২০১৬ সালের ২২ মার্চ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম, ভোট কারচুপির, কেন্দ্র দখল এবং গোলাগুলির অভিযোগে প্রিজাইডিং অফিসার লিখিত ভাবে ২টি কেন্দ্রের নির্বাচন স্থগিত রাখেন। নির্বাচনের দিন রাতেই পুনরায় স্থগিতকরা দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় (তালুকদার হাট) কেন্দ্রর ফলাফল বেসরকারি ভাবে ঘোষণা করেন এবং মধ্য শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মোল্লা বাড়ী) কেন্দ্রের ফলাফল স্থগিত করেন। এনিয়ে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান প্রার্থী শিকদার মোঃ দেলোয়ার হোসেন (সাইকেল) এবং স্বতন্ত্র প্রার্থী গাজী সিদ্দিকুর রহমান (আনারস) নির্বাচন কমিশনে পাল্টা পাল্টি অভিযোগ দায়ের করেন। বিভাগীয় নির্বাচন কমিশনার অভিযোগ সরেজমিন তদন্ত করে সত্যতা পেয়ে দুটি কেন্দ্রই পুনঃ নির্বাচনের জন্য সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেন। এতেও প্রার্থীদ্বয় আস্বস্থ না হওয়ায় মহামান্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়ায়। শেষ পর্যন্ত গত ২১ জানুয়ারী প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের ফুলবেঞ্চ বন্ধ ২টি কেন্দ্রেরই পুণঃ নির্বাচনের আদেশ প্রদান করেন। নির্বাচন কমিশন গত ১৩ সেপ্টেম্বর বন্ধ কেন্দ্র ২টির জন্য আগামি ৩ অক্টোবর পুনঃ নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

উল্লেখ্য ২০১৬ সানের ২২ মার্চ কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে শিয়ালকাঠী ইউনিয়নের মধ্য শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মোল্লা বাড়ী), দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় (তালুকদার হাট) কেন্দ্র ২টি কোর্টে মামলার কারনে নির্বাচন করা যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads