• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
চার্জশিটে পরিকল্পনাকারী বাদ

নিহত সাইকুল

সংগৃহীত ছবি

সারা দেশ

কালীগঞ্জে সাইকুল হত্যা

চার্জশিটে পরিকল্পনাকারী বাদ

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০১৮

কালীগঞ্জে সাইকুল হত্যা মামলার পরিকল্পনাকারী জালাল উদ্দিন জালুর নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। একইভাবে বাদ দেওয়া হয় তার ছেলে মাসুদের নামও। এ বিষয়ে জেলার পুলিশ সুপারের কাছে মামলার বাদী নিহতের স্ত্রী রোকেয়া বেগম অভিযোগ করেছেন। গতকাল সোমবার সকালে তিনি সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। রোকেয়া অভিযোগ করেন, গত ২৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলাল উদ্দিন তাকে থানায় ডেকে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেন। এ সময় এসআই আলাল তাকে জানান, ২০ আগস্ট বদলি হয়ে গেলেও মামলার তদন্ত কাজ তিনিই করবেন। তিনি ২৯ আগস্ট বাদীর স্বাক্ষর নিলেও নোটিশে ১৬ আগস্ট উল্লেখ করেন। রোকেয়া বলেন, মামলার ৩ নম্বর আসামি আল-আমিন আদালতে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে জালুর নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর পুলিশ জালুকে আটকও করে। পরে তার নাম বাদ দিয়ে চার্জশিট দেওয়া হয়।

আসামি আল-আমিন বলেন, সাইকুল হত্যার পরিকল্পনা সম্পর্কে তিনি জানতেন। ঘটনার পর হোসিয়ারি কারখানার মালিক জালু তাকে মামলায় ফাঁসিয়ে দেয়। তিনি বলেন, এসআই এজাহারভুক্ত আসামিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে চার্জশিট থেকে তাদের নাম বাদ দিয়েছেন। এ ব্যাপারে ওসি আবু বকর মিয়া বলেন, চার্জশিট বাদীর পছন্দ না হলে তিনি আদালতে নারাজি দিতে পারবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads