• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বামনায় দুই মাদক বিক্রেতা গ্রেফতার

বরগুনার বামনা থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মদক বিক্রেতাকে আটক করে।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বামনায় দুই মাদক বিক্রেতা গ্রেফতার

  • বামনা (বরগুনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০১৮

বরগুনার বামনা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রেতা স্কুল ছাত্র মো.বেল্লাল হোসেন(১৪) ও মো.লালন জমাদ্দার(৩০) নামে দুই জনকে গ্রেফতার করেছে।

সোমবার সন্ধ্যায় বুকাবুনীয়া ইউনিয়নের পূর্ব লক্ষ্মীপুর গ্রামের স্বপন শিকদারের বিল্ডিংয়ের সম্মুখ সড়ক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তল্লাশী চালিয়ে ২৭৫ পিচ ইয়াবা জব্দ করে।

গ্রেফতারকৃত বেল্লাল হোসেন জেসিএল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র এবং বুকাবুনীয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো.বাবুল মিয়ার ছেলে ও মো.লালন জমাদ্দার লক্ষ্মীপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো.জয়নাল জমাদ্দারের ছেলে।

থানা সূত্রে জানাগেছে, বামনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বুকাবুনীয়া ইউনিয়নের পূর্ব লক্ষ্মীপুরা গ্রামের স্বপন শিকদারের বিল্ডিংয়ের সম্মূখ সড়ক থেকে সোমবার সন্ধ্যায় মাদক বিক্রেতা মো.বেল্লাল হোসেন ও মো.লালন জমাদ্দারকে গ্রেফতার করে। এসময় তাদের শরীর তল্লাশী চালিয়ে ২৭৫ পিচ ইয়াবা জব্দ করে পুলিশ।

এ ঘটনায় বামনা থানার উপ-পরিদর্শক মো.ফয়সাল বাদী হয়ে দুই মাদক বিক্রেতাকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বামনা থানায় একটি মামলা দায়ের করেছে।

বামনা থানার অফিসার ইন-চার্জ জিএম শাহ নেওয়াজ জানান, আটককৃতরা পেশাদার মাদক বিক্রেতা। তারা মাদক দ্রব্য মজুদ করে এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে সরবরাহ করে আসছিল। গ্রেফতার কৃতদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads