• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
পীরগঞ্জের হাজী বয়েন উদ্দিন স্কুলে অভিভাবকদের রোষানলে প্রধান শিক্ষক

পীরগঞ্জ হাজি বয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় অভিভাবক ও শিক্ষকদের একাংশ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

পীরগঞ্জের হাজী বয়েন উদ্দিন স্কুলে অভিভাবকদের রোষানলে প্রধান শিক্ষক

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০১৮

রংপুরের পীরগঞ্জ উপজেলার হাজী বয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, ম্যানেজিং কমিটি গঠনের দাবীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

আজ সোমবার বিদ্যালয় চত্ত্বরে বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অভিভাবকেরা বলেন, দীর্ঘদিন ধরে হাজী বয়েন উদ্দিন স্কুলে পড়াশুনার এবং বিদ্যালয়ের মান উন্নয়ন না হয়ে শিক্ষক এবং প্রধান শিক্ষকের একগুয়ামিতে বিদ্যালয়টির অবস্থা তলানীতে ঠেকেছে।

অভিভাবক মোয়াজ্জেম হোসেন বলেন, প্রধান শিক্ষকের জবাবদিহিতা না থাকায় প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সার্টিফিকেট বাসায় নিয়ে রাখেন,নির্দিষ্ট দোকানে শিক্ষার্থীদের স্কুল ড্রেস তৈরি করতে বাধ্য করেন,  ব্যাচ মনোগ্রাম, টাই বাবদ মনোপলি ব্যবসা করেন ।  এছড়া শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ও ফরম ফিলাপ বাবদ বেশি টাকা নেওয়া হয়।

অভিভাবকরা বলেন, নির্বাচন না দিয়েই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক তার পছন্দমতো তৈরি করেন। অভিভাবকরা ভোটের মাধ্যমে ম্যানিজিং কমিটি গঠনের দাবী জানান। 

নানামুখী দুর্নীতির প্রতিবাদে অভিভাবকরা ক্ষোভে ফুসে উঠে সমাবেশস্থল থেকে প্রধান শিক্ষকের রুমে গিয়ে তাকে কিছু সময় অবরুদ্ধ করে রাখা হয়।

এ প্রসঙ্গে প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, কিছু ব্যাক্তি তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য বিদ্যালয়টির বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতা শুরু করেছেন।  আর এ অপতৎপরতা রোধে তিনিঅবিভাবকসহ এলাকাবাসীকে সজাগ থাকার আহবান জানান।  

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads