• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
গড়াই পারে হাজারো মানুষের মানববন্ধন

কুষ্টিয়ায় শেখ রাসেল সেতু রক্ষায় গড়াই নদীর পাড়ে মানববন্ধন

ছবি -বাংলাদেশের খবর

সারা দেশ

গড়াই পারে হাজারো মানুষের মানববন্ধন

  • কুষ্টিয়া সদর প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০১৮

গড়াই নদীর ওপর নির্মিত কুষ্টিয়া-হরিপুর শেখ রাসেল সেতু রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন নদীপারের মানুষজন। সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ ও নদীভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির আয়োজনে সোমবার এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে সেতুর নিচে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগ্রাম কমিটির সদস্য সচিব হাসান আলী। ইউপি চেয়ারম্যান শম্পা মাহমুদ, সাহাবুব আলী, অসিত সিংহ রায় প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অবিলম্বে সেতু রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সংগ্রাম কমিটির দাবি, অসম্পূর্ণ ডিজাইনে নির্মিত হওয়ায় কয়েক মাসের মধ্যে গড়াই নদীর বাম তীর ভেঙে গেছে। হরিপুর ইউনিয়নের ২নং হাটশ হরিপুর ওয়ার্ডের প্রায় দেড় হাজার পরিবারের বসতভিটাসহ মসজিদ, মাদরাসা, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। ইউপি চেয়ারম্যান বলেন, বিষয়টি পাউবো কতৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা কোনো উদ্যোগ গ্রহণ না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান জানান, এ ব্যাপারে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads