• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
পাউবো’র গাছ কাটলেন ইউপি চেয়ারম্যান ও শিক্ষক 

পানি উন্নয়ন বোর্ড থেকে কোন ধরনের অনুমতি ছাড়াই গাছ কাটলেন ইউপি চেয়ারম্যান ও শিক্ষক 

সংরক্ষিত ছবি

সারা দেশ

পাউবো’র গাছ কাটলেন ইউপি চেয়ারম্যান ও শিক্ষক 

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০১৮

পানি উন্নয়ন বোর্ড থেকে কোন ধরনের অনুমতি না নিয়ে চুরি করে ৫টি মুল্যবান গাছ কেটেছে ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের চেয়ারম্যান মো. সফিকুর রহমান পাটওয়ারী ও চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মুকবুল আহমেদ।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থলে গিয়ে কলেজের পুরনো ভবনের পাশে কর্তনকৃত গাছগুলো পাওয়া যায়। কর্তনকৃত এসব গাছের আনুমানিক মূল্য ২ লাখ টাকা।

স্থানীয় বাসিন্দা ও গাছ কাটতে আসা শ্রমিকরা জানান, কলেজ প্রতিষ্ঠার সময় কোন সম্পত্তি না থাকায় পানি উন্নয়ন বোর্ডের পুরনো ভবনে কলেজের কার্যক্রম শুরু হয়। ওই ভবনের পাশেই পানি উন্নয়ন বোর্ডের এসব গাছ ছিলো। গত দুইদিন আগ থেকে গাছ কাটা শুরু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ৫টি গাছ কাটা হয়েছে। এর মধ্যে ৩টি গাছ স্কুলের রয়েছে। একেকটি গাছের মূল্য হবে ৪০-৪৫ হাজার টাকা।

কলেজের অধ্যক্ষ মুকবুল আহম্মেদ জানান, আমি স্কুল ও কলেজের কাজের জন্য গাছগুলো কেটেছি। এগুলো পানি উন্নয়ন বোর্ডের গাছ জেনেছি। কিন্তু এর জন্য অনুমতি নিতে হয় সেটা আমার জানা ছিলো না। কাজটি আমার ভুল হয়েছে।

এ বিষয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. সফিকুর রহমান পাটওয়ারীর কাছে পরিষদে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে তার মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু রায়হান বলেন, আমাদের কাছ থেকে ওই প্রতিষ্ঠান কিংবা চেয়ারম্যান কোন ধরনের অনুমতি নেয়নি। আমরাও কোন অনুমতি দেইনি। তারা আমাদের দু’টি গাছ কেটেছে। তবে সংবাদ পাওয়ার পরপরই লোক পাঠানো হয়েছে। বর্তমানে গাছকাটা বন্ধ রয়েছে। তবে অনুমতি ছাড়া গাছ কাটার অপরাধে বুধবার (১৯ সেপ্টেম্বর) ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে বলেন জানান এ কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads