• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮

সংগৃহীত ছবি

সারা দেশ

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুইপক্ষের ফের সংঘর্ষ

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মত দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পক্ষ অপর পক্ষের উপর ছুড়েছে গুলি। বিস্ফোরণ ঘটানো হয়েছে ককটেল।  আজ বুধবার দুপুরে চট্টগ্রাম কলেজ এলাকা এ ঘটনা ঘটে।

চকবাজার থানার ওসি আবুল কালাম জানান, কলেজ ছাত্রলীগের দুই পক্ষে মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ককটেল ও গুলির বিষয়টি তিনি অস্বীকার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১২টার দিকে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ শুরু করেন। দুপুর ১টার দিকে তারা গুলজার মোড় ও গণি বেকারী এলাকায় মিছিল নিয়ে যায়। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় কাজেম আলী হাই স্কুলের সামনের দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ওই এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পদবঞ্চিতরা এ সময় সড়কে বসে পড়ে বিক্ষোভ শুরু করে। এ সময় চট্টগ্রাম কলেজ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

এর আগে সোমবার রাতে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করে নগর ছাত্রলীগ। ২৫ সদস্যের এ কমিটিকে শিবির কর্মী, অছাত্র ও বহিরাগতদের পদ দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে ছয় সদস্য পদত্যাগ করে। পদবঞ্চিতরা সকলেই সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী। এছড়া নতুন কমিটির সভাপতি মাহমুদুল করিম প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী এবং সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী হিসেবে পরিচিত।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads