• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
খাগড়াছড়িতে খালেদা-সোহেল এর মুক্তির দাবিতে বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সংগৃহীত ছবি

সারা দেশ

খাগড়াছড়িতে খালেদা-সোহেল এর মুক্তির দাবিতে বিক্ষোভ

  • খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর ২০১৮

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দাক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল এর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দল।

মিছিলটি খাগড়াছড়ি সদর কলাবাগান মিল্লাত চত্বর থেকে বের হলে পুলিশের বাধার কারণে বেশি দূর এগুতে পারেনি। বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা প্রদান করলে পুলিশের সাথে নেতা- কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।  এক পর্যায়ে নেতা- কর্মীরা বাধার স্থলে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যদিয়ে বিক্ষোভ মিছিলের সমাপ্তির ঘোষণা করেন। এতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু প্রবীণ চন্দ্র চাকমা বলেন, এ সরকার যে গুম-খুন, মামলা-হামলার খেলা শুরু করেছেন তাতে তাদের শেষ রক্ষা হবে না। আগামী অক্টোবরের মধ্যে সরকারের পতন ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।

বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি মো. নজরুল ইসলাম।  সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. নোমান সাগর।  জেলা যুব দলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম, জেলা ছাত্র দলের সভাপতি শাহেদ হোসেন ও সদ্য কারা মুক্ত নেতা, জেলা ছাত্র দলের যুগ্ন সম্পাদক- আবুল কাশেম রাছেল উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads